• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ১৬ লক্ষ টাকা ব্যয়ে ১২৪ টি সোলার প্যানেল বিতরণ

সাংবাদিকের নাম / ৫৬ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১৬ লক্ষ টাকা ব্যয়ে ১২৪ টি সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়।
এসময় জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন বলেন, আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপির বিশেষ বরাদ্দ থেকে ১৬ লক্ষ টাকা ব্যয়ে সোলার প্যানেল বিতরণের শুভ উদ্বোধন করা হয়। সাধারণ মানুষ যেন অন্ধকারে না থাকে সেকারনেই এমন উদ্যোগ গ্রহন করা হয়েছে।
এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোঃ যুবায়ের হোসেন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী উপজেলা দুর্যোগ কর্মকর্তা মোঃ সাইদুর রহমান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাজেদুর রহমান অনেকে।


এধরনের আরও সংবাদ