• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ১৪ জনের কেউ করোনায় আক্রান্ত নন

সাংবাদিকের নাম / ৫৭ জন দেখেছেন
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে ১৪ জনের কেউ করোনায় আক্রান্ত নন । আজ শনিবার সন্ধ্যায় আইইডিআর এর বরাদ দিয়ে জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার।
গেল বৃহস্পতিবার করোনা সন্দেহে ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলা থেকে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যাথা ও শ্বাসকষ্টে আক্রান্ত ১৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নীরিক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ১৪ জনের মধ্যে একজন বিদেশ ফেরত ছিল বলে জানান তিনি।
তিনি বলেন, জ্বর সর্দি, কাশি, গলা ব্যাথা ও আক্রান্ত হওয়া রোগীরা নিজে থেকেই করোনা পরীক্ষার জন্য আগ্রহ প্রকাশ করলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে মেডিকেল টিম পাঠিয়ে তাদের নমুনা সংগ্রহ করা হয়। যেহেতু ঠাকুরগাঁওয়ে এখন পর্যন্ত কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। তাই আতংকিত না হলে সকলকে দুরত্ব বজায় রেখে সর্তক থাকার পরামর্শ দেন।
এদিকে মসজিদগুলোতে শুধুমাত্র ফরজ নামাজ আদায় করতে নির্দেশনা প্রদান করে মাইকিং করেছে ঠাকুরগাঁও জেলা ইসলামি ফাউন্ডেশন।
এ বিষয়ে ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার জানান, যাদের জ্বর, সর্দি, কাশি, গলা ব্যাথা ও শ্বাসকষ্ট রোগী রয়েছে আমরা নিয়মিত তাদের কাছ থেকে নমুনা সংগ্রহ করবো। আর সংগ্রহিত নমুনা পরিক্ষায় নিশ্চিত করবে আইইডিসিআর। যদি কোন রোগী এসব রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে না আসতে পারে স্বাস্থ্য বিভাগ তার সু-চিকিৎসার জন্য ব্যবস্থা নিবে। তবে এখনো শংকা কাটেনি তাই সবাই নিজ নিজ জায়গা থেকে সাবধানে থাকার পারমর্শ দিয়েছেন।


এধরনের আরও সংবাদ