• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ১৩শ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করলেন আ’লীগ নেতা-দাইয়াম

সাংবাদিকের নাম / ৫৬ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২০

নিউজ ডেস্কঃ ঈদ উপলক্ষে নিজস্ব অর্থায়নে ঠাকুরগাঁওয়ে কর্মহীন ও অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ আবু দাইয়াম জনি। তিনি আজ সকালে সদর উপজেলার সালন্দর উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে ৪ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। পরে পর্যায়ক্রমে ওই ইউনিয়নের আরো কয়েকটি ওয়ার্ডের দরিদ্র পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে সেমাই, চিনি, দুধ বিতরণ করা হয়। এসময় ইউনিয়ন আ’লীগের সভাপতি ড. মাজেদুর হকসহ আ’লীগের অন্যান্য নেতাকর্মীরাসহ ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বিতরনকালে জানানো হয়, সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ আবু দাইয়াম জনির নিজস্ব অর্থায়নে মার্চ মাস থেকে এখন পর্যন্ত ২৩ শ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে আবার নতুন করে ১৩শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়া হলো। করোনা সংকটে সালন্দর ইউনিয়নের মানুষের পাশে থেকে খাদ্য সামগ্রী অব্যাহত রাখা হবে।


এধরনের আরও সংবাদ