নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে।মঙ্গলবার সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকালে ভোটাদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যা বৃদ্ধি পায়।
ওই উপজেলার ভুতডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রশাসনের সার্বিক নিরাপত্তায় ভোটারদের ভোট গ্রহন করা হয়। ভোট শুরু হওয়ার আগে নির্বাচনী কর্মকর্তা ও পোলিং এজেন্টদের সামনে উন্মুক্ত করে দেখানো হয় ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জমাদী। রয়েছে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা। ওয়ার্ডটিতে মোট ভোটার সংখ্যা ১৯৬৪ জন। যার মধ্যে পুরুষ ১০৭ জন ও মহিলা ভোটার ৯৫৭ জন ৷ সকাল থেকেই ব্যালট পেপারের মাধ্যমে তাদের মতামত প্রদান করছে। উপ-নির্বাচনে সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শামসুল ইসলাম মারা যাওয়ায় পদটি শুন্য হয়।