নিউজ ডেস্কঃ সরকারের নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত চারজন আসামীকে কারাদন্ড মওকুফ করে মুক্তি দিয়েছে জেলা কারা কর্তৃপক্ষ। আজ শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, ফৌজদারি কার্যবিধি ৪০১ (১) ধারার ক্ষমতা বলে সরকার কতৃক অবশিষ্ট কারাদন্ড মওকুফ করে তাদের মুক্তি প্রদান করা হয়েছে। মুক্তি প্রাপ্তরা আসামিরা হলেন, ঠাকুরগাঁও জেলার অধিবাসী লবানু বর্মন, মাজেদুর রহমান, তোফাজল হোসেন এবং নওগাঁ জেলার অধিবাসী হানুফা বেগম। আসামীদের প্রত্যেকে ২১ বছরের অধিক কারা ভোগ করেছেন। বাকি সাজা মওকুফ করে মুক্তি দেয়া হয়েছে।
এ বিষয়ে জেলা কারাগারে সহকারী কারা মহা পরিদর্শক আমিরুল ইসলাম জানায়, করোনা পরিস্থিতিতে সাধারণ ক্ষমা ঘোষনায় এখন পর্যন্ত জেলা কারাগার থেকে ২০জন আসামীকে মুক্তি দেয়া হয়েছে। আর এই আইনের আওতায় দেশের বিভিন্ন কারাগার থেকে মোট ৩২৯ কয়দিকে কারাদন্ড মওকুফ করে মুক্তি দেওয়া হয়েছে বলে জানান তিনি।