• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা দুইজন নিহত

সাংবাদিকের নাম / ৪৭ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ছয়জন। আহতদের উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আরো দুজনের অবস্থা আশংকাজন বলে জানিয়েছেন চিকিৎসক।
পুলিশ ও প্রত্যক্ষর্দশীরা জানায়, আজ বৃহস্পতিবার বিকেলে রানীশংকৈল উপজেলার নেকমরদ থেকে যাত্রী নিয়ে একটি থ্রি হুইলার (পাগলু) জেলা শহরের দিকে আসার পথে সদর উপজেলার পল্লী বিদ্যুত এলাকায় পৌছালে অপরদিক থেকে আসা একটি নসিমনের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়।
এসময় ঘটনাস্থলে একজন মারা যায়। আহত হয় থ্রি হুইলারে সাত যাত্রী। পরে স্থানীয় এলাকাবাসি ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এসময় আরো একজনকে মৃত ঘোষনা করে চিকিৎসক।
সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ রকিবুল আলম জানান, আহতদের মধ্যে আরো দুজনের অবস্থা আশংকাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।
তাৎক্ষনিকভাবে একজন নিহত ব্যক্তি বগুড়া জেলার ব্যবসায়ী বলে জনা গেছে। বাকিদের ঠিকানা পাওয়া যায়নি।


এধরনের আরও সংবাদ