• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা

সাংবাদিকের নাম / ৫১ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২২ মে, ২০২১

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় চারজন আহত হয়েছে। এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা সদরের সালন্দর সিংপাড়া এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাক্টরের মুখোমুখি সংর্ঘষে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের উদ্যেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহি মাইক্রোবাস সালন্দর সিংপাড়া এলাকায় পৌছালে অপরদিক থেকে আসা ট্রাক্টরের মুখোমুখি সংর্ঘষ হয়। দুমরে মুচরে মাইক্রোবাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গ্রাছের সাথে ধাক্কা লাগে। এসময় মাইক্রোবাসের ভেতরে থাকা এক শিশুসহ চারজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আদুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর একজনকে রংপুর মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করেন। তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম দূর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি খতিয়ে দোষি চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 


এধরনের আরও সংবাদ