• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় এক শিশুর মৃত্যু

সাংবাদিকের নাম / ৩৯৩ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে অটোবাইকের ধাক্কায় নীরব নামে এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলার জগন্নাথপুরের পল্লী বিদ্যুত এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পল্লী বিদ্যুত এলাকায় রাস্তায় পাশে দাড়িয়ে থাকে জগন্নাথুপুর গ্রামের মোঃ কানাই এর ৫ বছর বয়সী ছেলে নীরব। এসময় হঠাৎ একটি অটোবাইকটি নিয়ন্ত্রন হারিয়ে তাকে চাপা দেয়। এসময় গুরতর আহত হয় নীরব। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনার পর অটোবাইটি রেখে চালক পালিয়ে যায়।
এ বিষয়ে সদর থানার ওসি তদন্ত তারভিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আইনগত ব্যবস্থা নেয়া নেয়া হচ্ছে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।


এধরনের আরও সংবাদ