• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সচেতনতায় ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন

সাংবাদিকের নাম / ৩২৩ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সচেতনতায় ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) বাংলাদেশ ডেন্টাল সোসাইটির উদ্যোগে জেলা শহরের গোয়ালপাড়া আল হিকমাহ্ ইসলামিক একাডেমী প্রাঙ্গনে দিনব্যাপি এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সচেতনমুলক এ ক্যাম্পেইন কর্মসুচির উদ্বোধন করেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি জেলা শাখার সাধারন সম্পাদক ডাঃ মোঃ শরিফুল ইসলাম। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ-সভাপতি ডাঃ মোঃ ওয়াহিদ মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ নাজমুল হুদা বাপ্পি, ডাঃ মোহাম্মদুর রহমান বাবি, সাংগঠনিক সম্পাদক ডাঃ চিরন্ত কুমার রায়, কোষাধক্ষ ডাঃ আরিজুল ইসলাম, প্রচার প্রকাশনা সম্পাদক ডাঃ এবিএম নাসিম চৌধুরী, কার্যকরী সদস্য ডাঃ কুমকুম আক্তার ও ডাঃ সুমাইয়া বিনতে আহমেদসহ বাংলাদেশ ডেন্টাল সোসাইটি জেলা শাখার অনেকে। অনুষ্ঠানে ডেন্টাল সোসাইটির নেতারা বলেন, শিশুদের স্বাস্থ্য সচেতনতায় পরামর্শ, সময় মত দাঁতের যত্ন নেয়াসহ নানা বিষয়ে বন্ধু সলুপ আচরনে শিশুদের উৎসাহিত করা। এছাড়া বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অভিভাবকদেরও সচেতন করা। অল্প বয়সে যেন শিশুদের দাঁত নস্ট না হয় সেদিকে লক্ষ্য রাখার গুরুত্ব তুলে ধরে পরামর্শ প্রদান করা হয়। এতে তাদের ভবিষ্যত জীবন ভাল হবে বলে জানান চিকিৎসকরা। এর পাশাপাশি আরো বেশকিছু গুরুত্বপূর্ন বিষয় তুলে ধরেন তারা। এমন আয়োজনে স্বাস্থ্য সেবা গ্রহন করতে পেরে বেশ খুশি শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষও। এ বিষয়ে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি জেলা শাখার সাধারন সম্পাদক ডাঃ মোঃ শরিফুল ইসলাম জানান, শিশুদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ ডেন্টাল সোসাইটির পক্ষ থেকে এ ধরনের সচেতনমুলক কর্মসুচি নিয়মিত পালন করা হচ্ছে। শিশুদের চিকিৎসায় ক্ষেত্র যেন বন্ধু সুলভ আচরনে হয়। চিকিৎসকদের দেখে যেন তারা ভয় না পায়। এছাড়া বাসায় কিভাবে দাঁতের যত্ন নিতে হবে সে বিষয়ে শিশু ও অভিভাবক উভয়কেই নানা পরামর্শ দেয়া হচ্ছে এমন কর্মসুচি থেকে। আগামীতে এমন ক্যাম্পেইন চলমান থাকবে বলে জানান সংগঠনের দায়িত্বরতরা। দিন ব্যাপি ক্যাম্পেইনে দুই শতাধিক শিক্ষার্থীকে প্রাথমিক চেকআপ, ওরাল হাইজিন সচেনতা, ফ্রি ব্যবস্থাপত্র প্রদানসহ বিনামুল্যে ব্রাশ ও পেস্ট প্রদান করা হয়।


এধরনের আরও সংবাদ