• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:০৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের নামাজ আদায়

সাংবাদিকের নাম / ৫২ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২০

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে এবার ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাঁ ময়দান জেলা স্কুল বড়মাঠে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করা হয়নি। স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। আজ সকাল ৮টায় কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রথম নামাজ আদায় করা হয়।
পরে ক্রমান্বয়ে আরো দুটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ঈদের নামাজ আদায় করেন প্রায় কয়েক’শ মুসল্লি। কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আলহাজ্ব মো: খলিলুর রহমান ঈমামতি করেন। নামাজ শেষে ঈদের শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। শুভেচ্ছা বক্তব্য শেষে করোনা ভাইরাস থেকে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মুনাজাতে দোয়া করা হয়। এছাড়া জেলার প্রতিটি মসজিদে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।


এধরনের আরও সংবাদ