• মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অফিসে বসেই ধূমপান পিআইও’র প্রকল্পে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ চাষিরাই পারে ঠাকুরগাঁও সুগারমিলকে টিকিয়ে রাখতে-ব্যবস্থাপনা পরিচালক ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ খতিবের এমফিল ডিগ্রি অর্জন যৌন কেলেঙ্কারি ফাঁস, কলেজ অধ্যাপকের প্রত্যাহারের দাবি কৃতি শিক্ষার্থী ও খেলোয়াড়দের সম্মাননা দুদক মামলার আসামি শহিদুলের দপ্তরে দপ্তরে তদবির, সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি অপপ্রচার ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন, আটক-১ অবৈধ দখলে উপজেলা পরিষদ আবাসিক ভবনভাড়া বকেয়া দুইলাখ পদক্ষেপ নেই কর্তৃপক্ষের হামলা-ভাঙচুর-লুটপাটের দৃশ্য ভেসে উঠছে প্রকাশ্যে ঘুরছে হত্যাকারি আলামিন হিন্দুদের মন্দির-বাড়ি পাহারায় জামায়াত-শিবির

ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা আহত-১

সাংবাদিকের নাম / ১৭ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেক্সঃ  বাড়ি থেকে ডেকে নিয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া ছাত্র মেহেদীকে কুপিয়ে হত্যার পর ফেলে পালিয়ে দূবৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় স্বজনদের আহাজারিতে ভাড়ি হয়ে উঠে হাসপাতাল।
দশম শ্রেণীতে পড়ুয়া ছাত্র মেহেদী মিরাজকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পরেন নিহতের স্বজনরা। স্বজনদের আহাজারিতে পুরো হাসপাতাল ভাড়ি হয়ে উঠে। বুধবার সন্ধ্যায় জেলার বিসিক শিল্প নগরী এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় দূর্বৃত্তরা।
স্বাজনরা জানান, মেহেদী বাসায় থেকে পারিবারের কাজে ব্যস্ত ছিল। হঠাৎ বন্ধু পরিচয় দিয়ে তাকে ডেকে নিয়ে যায়। ঘন্টা খানিক পর স্থানীয় লোকজন খবর দেয় মেহেদী পথেরে ধারে পরে আছে।
স্বজনরা দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা। এ ঘটনায় আরমান নামে আরো একজন চুরিঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় দাবি স্বজনদের। আর পুলিশ বলছেন অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।
নিহতের স্বজনরা জানান, বাড়ি থেকে ডেকে নিয়ে মেহেদীকে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। অবিলম্বে হত্যাকারিদের আইনের আওতায় এসে শাস্তি দিতে হবে। তা না হলে অনেক মায়ের কোল খালি হবে।
এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, পুলিশ তৎপর রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিহত মেহেদী জেলা সদরের পরিষদপাড়া গ্রামে নানার বাসায় থেকে লেখাপড়া করতো বলে জানান স্বজনরা।


এধরনের আরও সংবাদ

সাম্প্রতিক প্রকাশিত

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.