• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে পুলিশের বাঁধা

সাংবাদিকের নাম / ৬৬ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেক্সঃ বাড়ি থেকে ডেকে নিয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া ছাত্র মেহেদীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছে স্কুলের সহপাঠিরা।
আজ বৃহস্পতিবার দুপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে মানববন্ধন কর্মসুচিতে অংশ নেয়। এসময় সহপাঠিরা মেহেদীকে হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানায়। তারা আরো বলেন কিশোর গ্যাং বলতে কিছু ছিল না। সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।


মানববন্ধন চলাকালে শিক্ষার্থীদের কর্মসুচিতে বাঁধা দেয় পুলিশ। বাধা প্রদানে আরো ক্ষিপ্ত হয়ে উঠে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষ নিলে পুলিশ গণমাধ্যম কর্মীদের সাথেও অশোভন আচরন করেন। পরে জেলা প্রশাসনের কর্মকর্তাগন এসে পরিস্থিতি শান্ত করেন এবং সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষিদের দ্রুত আইনের আওতায় আনার বিষয়ে আশস্ত করলে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে একইস্থানে গিয়ে শেষ করে।
উল্লেখ্য, গতকাল ২২ ডিসেম্বর সন্ধ্যায় জেলা সদরের বিসিক শিল্প নগরী এলাকায় ধারালো অস্ত্র দিয়ে মেহেদীকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায় দূর্বৃত্তরা।

 


এধরনের আরও সংবাদ