নিউজ ডেস্কঃ করোনা ভাইরানের সংক্রমন এড়াতে ঠাকুরগাঁওয়ে মাঠে নেমেছে সেনাবাহিনী। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সামজিক দূরত্ব বজায় রাখা,জনসমাগম এড়ানো ও হোম কোয়ারাইন্টাইন নিশ্চিত করনে কাজ করবেন তারা। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
তিনি জানান, মঙ্গলবার লেফটেন্যান্ট কর্নেল বখতিয়ার ও মেজর ফাহাদ এর নেতৃত্বে সেনাবাহিনীর দুটি কোম্পানী ঠাকুরগাঁওয়ে এসেছেন। আজ সকালে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে মিলিত হয় তারা। এরপর তারা জেলার বিভিন্ন উপজেলায় টহল দেওয়া শুরু করেন।
জেলা প্রশাসক আরো বলেন, সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তারা কাজ করবে। বিদেশ ফেরত নাগরিকদের হোম কোয়ারাইন্টাইনের বিষয়টি নিশ্চিত করবে। এছাড়াও বাজার মনিটরিং ,দরিদ্র মানুষকে সহায়তায় কাজ করবে।
জেলার ৫টি উপজেলায় ২৫০জন সেনা সদস্যের দুটি কোম্পানী এখানে অবস্থান করছেন বলে জানায় প্রশাসন।