নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষার্থী সুমনা হত্যার বিচার চেয়ে আজও মানববন্ধন কর্মসুচি পালন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে শহরের বড় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে মানববন্ধন কর্মসুচিতে যোগ দেয়।
মানবন্ধন চলাকালে শিক্ষার্থীরা অবিলম্বে সুমনা হত্যাকারির সর্বোচ্চ শাস্তি দাবি জানান। অন্যথায় আরো কঠোর কর্মসুচির দেয়ার হুশিয়ারী উচ্চারন করেন। এসময় পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান শিক্ষার্থীদের আশস্ত করলে শিক্ষার্থীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্বারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী সুমনা হক গত ১৬ ডিসেম্বর নিখোজ হলে পরে প্রতিবেশী শহরের গোয়ালপাড়া ইয়াসিন আলীর বাসার একটি কক্ষের মেঝের মাটি খুরে সুমনার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ইয়াসিন আলীর ছেলে রিয়াজকে গ্রেফতার করে পুলিশ। পরে সুমনার বাবা জুয়েল বাদি হয়ে সদর থানায় মামলা করে।