নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে সুগারমিলের ভেতর থেকে মিলের যন্ত্রপাতি চুরি অভিযোগ পাওয়া গেছে খোকন নামে এক মিল শ্রমিকের বিরুদ্ধে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গত সোমবার (৩১ জানুয়ারি) তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে নিশ্চিত করেছেন সুগারমিলের প্রশাসন বিভাগের জিএম সাইফুল ইসলাম।
মিল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে আখ মাড়াই কার্যক্রম চালু থাকা অবস্থায় বেশ কয়েকদিন আগে সুগারমিল কারখানা থেকে মটর ও অন্যান্য যতন্ত্রপাতি চুরি করে মালামাল পাচারের সময় অন্যান্যরা দেখে ফেলেন। পরবর্তিতে বিষয়টি কর্মকর্তাদের অবগত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে মালামাল উদ্ধার করে। পরে বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের অবগত করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থায় সাময়িকভাবে বরখাস্ত করার নির্দেশ দেন।
এমন নির্দেশনায় ক্ষুদ্ধ হয়ে মিল শ্রমিকরা জানান, শুধু মিল শ্রমিককে কেন বরখাস্ত করা হবে। অবশ্যই এর সাথে কোন না কোন কর্মকর্তা বা অন্য কেউ জড়িত রয়েছে তা না হলে সে সাহস পেত না। সে কারনে কর্তৃপক্ষ বিষয়টি সুষ্ঠভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে প্রশাসন বিভাগের জিএম সাইফুল ইসলাম জানান, তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ ছিল। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্তের করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত বিষয় জানানো যাবে। তবে কত টাকার মালামাল চুরি হয়েছিল তা জানতে চাই তিনি অপারগতা প্রকাশ করে বলেন এখন সবকিছু বলা সম্ভব না।