• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও সমাবেশ

সাংবাদিকের নাম / ৫২ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২০

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতনের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ অভিযুক্তদের বিরুদ্ধে চাকুরিচ্যুত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় জেলা শহরের চৌরাস্তায় এ কর্মসুচি পালন করে কর্মরত সাংবাদিকরা।
ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তোরাব মানিক, একুশে টিভির প্রতিনিধি জসিম উদ্দীন, সময় টেলিভিশনের প্রতিনিধি জিয়াউর রহমান বকুল, জিটিভির প্রতিনিধি এমদাদ হোসেন ভুট্টু, সাংবাদিক ফজলে ইমাম বুলবুল, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রোড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল করিম, সাবেক ক্রীড়া অফিসার আবু মহিউদ্দীন,নাগরিক সমাজের প্রতিনিধি মাসুদ আহম্মেদ সুবর্নসহ জেলার গনমাধ্যমকর্মীরা। এসময় তারা বলেন, ক্ষমতার অপব্যবহার করে যেভাবে আরিফুল ইসলামকে প্রহর করা হয়েছে তা কোনভাবেই কাম্য নয়। অবিলম্বে অপসারিত ডিসি সুলতানা পারভীন ও নাজিম উদ্দিনসহ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি উচ্ছারন করেন। সেই সাথে সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে দোষীদের বিচার দাবি করেন নেতারা।


এধরনের আরও সংবাদ