• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে সরকারিভাবে ধান ক্রয়ে বরাদ্দ বাড়ানো দাবিতে মানববন্ধন

সাংবাদিকের নাম / ৫৩ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২০

নিউজ ডেস্কঃ বরাদ্দ বাড়িয়ে কৃষকের কাছে বোরো ধান সংগ্রহের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। আজ সোমবার সকালে জেলা কৃষক ঐক্য পরিষদের ব্যানারে ষ্টেশন রোড এলাকায় এ কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসুচি চলাকালে সংগঠনের নেতারা অভিযোগ করে বলেন, জেলায় যে পরিমান বরাদ্দ প্রদান করা হয়েছে তা তুলনামুলকভাবে অনেক কম। তাও আবার বরাদ্দকৃত ধাণ সরকার নির্ধারিত মুল্যে প্রকৃত কৃষকরা খাদ্য গুদামে দিতে পারছে না। কিছু শ্রেণীর লোকজন কৃষককে বঞ্চিত করে তা আত্মসাত করে আসছে। অবিলম্বে বরাদ্দ বাড়িয়ে কৃষকের কাছে ধাণ ক্রয়ের দাবি জানান তারা।
এসময় সংগঠনের উপদেষ্টা নজমুল হুদা, মাসুদ আহম্মদ সুবর্ন, অবাইদুল্লাহ মাসুদ, মাহাবুব আলম রুবেল, সভাপতি আব্দুল মতিন উল্লুবী, সহ-সভাপতি আব্দুল কালাম আজাদ, ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম,রোড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল করিমসহ অনেকে উপস্থিত ছিলেন। জেলা এবার ১১ হাজার ৩০৯ মেঃ টন ধান সংগ্রহ করবে জেলা খাদ্য বিভাগ।


এধরনের আরও সংবাদ