• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে সঙ্ঘবদ্ধ প্লাটফর্ম নামে সেচ্ছাসেবী সংগঠনের বিনামুল্যে ওষুধ বিতরণ

সাংবাদিকের নাম / ৮১ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

নিউজ ডেস্কঃ করোনায় পরিস্থিতিতে ঠাকুরগাঁওয়ে গরীব অসহায় মানুষের মাঝে বিনামুল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার ভুল্লী বাজার এলাকায় অসচ্ছল মানুষকে ওষুধ তুলে দেন সঙ্ঘবদ্ধ প্লাটফর্ম নামে সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
স্বাস্থ্যবিধি মেনে ভুল্লী এলাকার দেড় শতাধিক মানুষকে জ্বর, সর্দি, কাশিসহ কয়েক প্রকার ওষুধ তুলে দেন তারা। বর্তমান সময়ে বিনামুল্য ওষুধ পেয়ে খুশি দরিদ্ররা। ওষুধ বিতরণের সময় ভুল্লী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান, সংগঠনের সভাপতি রাকিব প্রান্ত, সহ-সভাপতি হাবিব, সাধারণ সম্পাদক রাকিব ইসলামসহ অন্যান্য সদস্যরা। সংগঠনটি জেলা সদরের বিভিন্নস্থানে সাতদিন ধরে অসহায় মানুষকে বিনামুল্যে ওষুধ বিতরণ করে আসছে বলে জানান সংগঠনের নেতারা।


এধরনের আরও সংবাদ