• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

সাংবাদিকের নাম / ৬০ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলা শাখার ব্যবস্থাপনায় আজ শুক্রবার সকাল ১০টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরনের আগে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমিন বলেন ইশা ছাত্র আন্দোলন সর্বদা দেশ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজ ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে । অসহায় দূঃস্থ্য শীতার্তদের পাশে দাড়ানোর জন্য তিনি সরকার এবং বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মুহাম্মাদ সারাফাত হোসেনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলার সহ-সভাপতি মাওলানা মুহা. হাফিজ উদ্দিন, সেক্রেটারি মতিউর রহমান বায়েজিদ, ইসলামী যুব আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মুসা বিন হারুনসহ ইশা ছাত্র আন্দোলন ঠাকুরগাঁও জেলার সাবেক ও বর্তমান দায়িত্বশীলবৃন্দ।


এধরনের আরও সংবাদ