• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে খাতা বিতরণ

সাংবাদিকের নাম / ৯৪ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে খাতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা হলরুমে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি প্রোগ্রামের আয়োজনে ও সদর উপজেলা পরিষদের সহযোগিতায় ক্রিসমাস বাউন্স ব্যাক কর্মসুচির অংশ হিসেবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মো: আব্দুল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা (এটিও) নজরুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি প্রোগ্রামের ম্যানেজার লিওবার্ট চিসিম। পরে অনুষ্ঠানে ৩৫০০ অসহায়, দুস্থ ও দরিদ্র মেধাবী বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে ১০টি করে খাতা মোট ৩৫ হাজার খাতা প্রদান করা হয়। পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত পরিবেশিত হয়।


এধরনের আরও সংবাদ