• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে শিক্ষক সমিতির মানববন্ধন

সাংবাদিকের নাম / ৫১ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্কঃ জাতীয়করণ থেকে বাদপড়া বিদ্যালয়গুলোকে জাতীয়করণের দাবিতে ঠাকুরগাঁওয়ে মৌন মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। আজ রোববার দুপুরে বাংলাদেশ সেরকারি প্রাঃ শিক্ষক সমিতি জেলা শাখার ব্যানারে শহরের জেলা স্কুল মাঠ থেকে একটি মৌন মিছিল নিয়ে বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালল চত্বরে মানববন্ধন কর্মসুচিতে যোগ দেয়।
এসময় বাংলাদেশ সেরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পরেশ চন্দ্র রায়, জেলা শাখার সভাপতি বাসন্তী রাণী সাধারণ সম্পাদক জ্যোতিষ চন্দ্র বর্মন, সহ নেতারা বলেন, মাননীয় প্রধাণমন্ত্রী ঘোষনা দিয়েছিলেন, ২৭ মে ২০১২ সালের পূর্বে স্থাপিত বিদ্যালয়গুলো যাচাই বাছাই করে জাতীয়করণ করা হবে। কিন্তু এরই মধ্যে গত ৬ সেপ্টেম্বর সংশ্লিস্ট মন্ত্রনালয়ের সচিব এরস্বাক্ষরিত চিঠিতে বলা হয় ২৬ হাজার ১৯৩টি বিদ্যালয়ের বাইরে আর কোন বিদ্যালয় জাতীয়করণ করা হবে না। আমরা এর প্রতিবাদ করছি। প্রধাণমন্ত্রীর ঘোষনা অনুযায়ী বাদপড়া বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন তারা।


এধরনের আরও সংবাদ