• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

ঠাকুরগাঁওয়ে লিচু গাছে আম ধরা বিশ্লেষনে ঘটনাস্থল পরিদর্শন তদন্ত কমিটির

সাংবাদিকের নাম / ৪২ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে লিচু গাছে আম ধরার ঘটনায় প্রশাসনের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সদর উপজেলার বালিয়া ইউনিয়নের মুটকি বাজার কলোনীপাড়া আব্দুর রহমানের গাছটি পরিদর্শন করেন।এসময় তদন্ত কমিটির প্রধান উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেনসহ চার সদস্য বিশিষ্ট্য কমিটির সদস্যরা উপস্থিত হয়ে লিচু গাছে আম ধরা ও ছিড়ে ফেলার বিষয়ে স্থানীয় এলাকাবাসির জবানবন্দী গ্রহন করেন।
এসময় তদন্ত কমিটির প্রধান আব্দুল্লাহ আল মামুন ও কৃষি অফিসার মনোয়ার হোসেন জানান, আমটি ছিঁড়ে ফেলার কারনে গবেষণা করতে সমস্যার সৃস্টি হয়েছে। তবে ভিডিও এবং অন্যান্য নমুনা ইতোমধ্যে সংশ্লিস্ট গবেষনা কেন্দ্রে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট প্রদান করা হবে। সেই সাথে গাছ সংরক্ষনের জন্য স্থানীয় জনপ্রতিনিধিকে নির্দেশ প্রদান করার পাশাপাশি আগামী বছরে মুকুল আসা পর্যন্ত অপেক্ষার কথা জানান।
অন্যদিকে লিচু গাছে আমটি কোনভাবে স্থাপন করা হয়েছিল কি না জানতে চাইলে গাছের মালিক আব্দুর রহমান তা মানতে নারাজ।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.