• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মামলা প্রত্যাহরের দাবিতে মানববন্ধন

সাংবাদিকের নাম / ৫৯ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

নিউজ ডেস্কঃ মেহেদী হাসানকে হত্যার অভিযোগে ঠাকুরগাঁওয়ের মুক্তিযোদ্ধাসহ কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে শহরের চৌরাস্তায় এ কর্মসুচি পালন করা হয়।
ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে বীরমুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ রায়, আমিনুল ইসলাম বুলু, শংকর কুমার, সুবোধ চন্দ্র, আব্দুর রশিদ, হারুন অর রশিদসহ বক্তারা বলেন, মেহেদী হত্যা মামলায় যাদেরকে আসামী করা হয়েছে তাদের মধ্যে আকবর আলম একজন বীরমুক্তিযোদ্ধা সে কোনভাবেই এ হত্যার জড়িত নন। এছাড়া অন্যান্য আসামীদের মধ্যে একজন শিশুও রয়েছে। আর বাকি আসামীরাও সমাজের কোন অপকর্মের সাথে লিপ্ত ছিল না। অবিলম্বে গ্রেফতার দেখানো মুক্তিযোদ্ধাসহ নির্দোশ ব্যাক্তিদের মুক্তি দিয়ে মামলাটি সুষ্ট তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি করেন তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবরে একটি স্বারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধারা।
উল্লেখ্য, গতকাল ২২ ডিসেম্বর ২০২১ইং সন্ধ্যায় জেলা সদরের বিসিক শিল্প নগরী এলাকায় ধারালো অস্ত্র দিয়ে মেহেদীকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায় দূর্বৃত্তরা।


এধরনের আরও সংবাদ