• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু,মারা গেছে হাসপাতালেই বলছেন চিকিৎসক

সাংবাদিকের নাম / ৫৭ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফুল ইসলাম (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন। সোমবার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে শ্বাসকষ্ট ও হৃদররোগ জটিলতা নিয়ে ওই মুক্তিযোদ্ধা ভর্তি হওয়ার পর মারা যায় বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার।
জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা রবিবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে ভর্তির আধা ঘণ্টা পর সদর হাহাসপাতালেই তিনি মৃত্যুবরণ করেন।
মুক্তিযোদ্ধার ছেলে আল মাসুদ জানান, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। ওনার আগে থেকেই হৃদ্‌যন্ত্র ও শ্বাসকষ্টের সমস্যা ছিল। রাতে ওনার প্রচণ্ড শ্বাসকষ্ট হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। সোমবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় তার বাবার দাফন সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে হাসপাতালের সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার জানান, ওই মুক্তিযোদ্ধার স্বাভাবিক মৃত্যু হয়েছে। অনেকে বলছে মুক্তিযোদ্ধা আইসেলোশন মারা গেছে কি না । তাকে কেন আইসেলোশনে নেয়া হবে । তার মৃত্যু হয়েছে হাসপাতালেই।


এধরনের আরও সংবাদ