• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:১১ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে মাদক সেবনের দায়ে যুবককের এক মাস জেল

সাংবাদিকের নাম / ১০৪ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে মাদক সেবনের দায়ে স্বাধীন ইসলাম নামে এক যুবককে এক মাস জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার দুপুরে তথ্য প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এ আদেশ দেন।
পুলিশ জানায়, সদর উপজেলার আকচা ইউনিয়নের ফারাবাড়ি এলাকায় গাঁজা ও মাদক সেবন করছিল স্বাধীন ইসলাম । এসময় স্থানীয়রা তাকে আটকের পর পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে গাজাসহ তাকে নিয়ে আসে।
পরে সাক্ষ্য প্রশানের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট তাকে এক মাসের কারাদন্ড প্রদান করেন।
স্বাধীন ইসলাম আকচা ইউনিয়নের ফারাবাড়ি শিমুতলা এলাকার আব্দুল আওয়াল এর ছেলে।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। আটক স্বাধীন ইসলাম বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে একমাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

 

 


এধরনের আরও সংবাদ