• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

সাংবাদিকের নাম / ৫৩ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

নিউজ ডেস্কঃ র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে যে কোন ধরনের অপরাধী, অপহরণ, মাদক উদ্ধার, অপহৃত ভিকটিম উদ্ধারসহ দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করতে সার্বক্ষণিকভাবে তৎপর থাকে এবং অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল তারিখ ২৩ জুলাই ২০২০ খ্রিঃ রাতে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানাধীন রামপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৪২২ (চারশত বাইশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ আসামী ১। মোঃ নওসাদ আলী (২৪), পিতা- মোঃ এস্তাব আলী, ২। মোঃ মুর্তুজা আলম (২২), পিতা- মোঃ সাইবালী, উভয় সাং-মহেন্দ্রগাঁও, থানা- হরিপুর, জেলা- ঠাকুরগাঁও’দের আটক করে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামীরা স্বীকার করে যে তারা দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসায় জড়িত এবং ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করত। র‌্যাব বাদী হয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এবং আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

-প্রেস রিলিজ


এধরনের আরও সংবাদ