• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:০৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ভাস্কর্স অববমাননার প্রতিবাদ

সাংবাদিকের নাম / ৪৭ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙ্গা ও অবমাননার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। আজ শনিবার দুপুরে চেম্বার অব কমার্স ইন্ডট্রি উদ্যোগে শহরের চৌরাস্তায় এ কর্মসুচি পালিত হয়।
কর্মসুচি চলাকালে চেম্বারের সভাপতি হবিবুল ইসলাম বাবলু, সহ-সভাপতি মনিরুজ্জামান জুয়েলসহ বক্তারা বলেন, আমরা বঙ্গবন্ধুর জন্যই বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে পেয়েছি। আর স্বাধীন দেশে ভাস্কর্য স্থাপন নিয়ে এ শ্রেণীর মৌলবাদরা মাথা চারা দিয়ে উঠছে। যা কখনোই কাম্য নয়। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙ্গা ও অবমাননার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এর আগে সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা কর্মচারি উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, অতিরিক্ত পুলিশ সপার কামাল হোসেন, সিভিল সার্জন মাহফুজার রহমানসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারাসহ কর্মচারিরা উপস্থিত ছিলেন।


এধরনের আরও সংবাদ