• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:০১ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ী রাতে নিখোঁজ সকালে লাশ

সাংবাদিকের নাম / ৫৩ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে তৈয়ব আলী (৪০) নামে এক গরু ব্যবসায়ীকে জবাই করে হত্যার পর গম ক্ষেতে ফেলে গেছে দুর্বৃত্তরা।

রবিবার সকালে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর জেলার রাণীশংকৈল উপজেলার গোগর ঝাড়বাড়ি এলাকা থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গরু ব্যবসায়ী ওই এলাকার খমিরউদ্দীন ওরফে ঘুটুর ছেলে।

পরিবারের লোকজনের বরাতে রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান জানান, গতকাল রবিবার রাতে নিখোঁজ হয় গরু ব্যবসায়ী তৈয়ব আলী। পরিবারের লোকজন তাকে খুঁজে পায়নি। সকালে গম ক্ষেতে গলাকাটা মরদেহ দেখে পুলিশকে খবর দিয়ে মরদেহ উদ্ধার মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করছে পুলিশ। তদন্ত ঘটনার মূল রহস্য বলা যাবে বলে জানান তিনি।


এধরনের আরও সংবাদ