• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ব্যববসায়ী হত্যার সাথে জড়িত সন্দেহে গ্রেফতার-৩

সাংবাদিকের নাম / ৫৯ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আশরাফ আলী নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ওই উপজেলার কোসারানীগঞ্জ গ্রামের আমিনুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন, জগথা গ্রামের আব্দুর রহিমের ছেলে রোকন ও নারায়নপুর গ্রামের দরিমান আলীর ছেলে বেলালকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গত রবিবার রাতে পীরগঞ্জ উপজেলার খটসিঙ্গা এলাকায় ব্যবসায়ী আশরাফ আলীকে হত্যা করে ফেলে রাখে দূবৃত্তরা। পরদিন স্থানীয়রা নিহতের লাশ দেখে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ভাই জহিরুল হক অজ্ঞাত কয়েকজনের নামে পীরগঞ্জ থানায় মামলা করে। মামলার সুত্র ধরে জড়িত সন্দেহে আজ তিনজনকে আটক করে পুলিশ।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, আশরাফ আলী হত্যা মামলায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।


এধরনের আরও সংবাদ