• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসুচি পরিবেশ বাঁচলে দেশ বাঁচবে বললেন-সুজন

সাংবাদিকের নাম / ৫৪ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় মুজিববর্ষে চলমান বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে রাণীশংকৈল উপজেলার মহারাজা এলাকায় এ কর্মসুচির উদ্বোধন করা হয়।
এসময় জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন, এ,জেড এম বর্নী, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে সুন্দর ও নিরাপদ পরিবেশ, দূষণমুক্ত সমাজ গড়ে তুলতে এর আয়োজন করা হয়। অতিথিরা নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষসহ সৌন্দর্য্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা রোপন ও বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বৃক্ষরোপণের সময় সুজন বলেন, পরিবেশ বাঁচলে দেশ বাঁচবে । আর দেশ বাঁচলে মানুষ বাঁচবে। তাই আমরা যার যার অবস্থান থেকে নিজের বাড়িতে একটি হলেও গাছ রোপনের আহবান জানান।


এধরনের আরও সংবাদ