• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

ঠাকুরগাঁওয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

সাংবাদিকের নাম / ৯২ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ বিশ্ব দুগ্ধ দিবসে প্রাণীসম্পদ বিভাগকে আরো গতিশীলের আহবান বক্তাদের। সেই সাথে খামারিদের পাশে থেকে সহায়তার আশ্বাস প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের।
টেকসই দুগ্ধ শিল্প, সুস্থ্য মানুষ, সবুজ পৃথিবী, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস।
দিনটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলিটিটি বিভিন্ন সড়ক প্রর্দক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার ও পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যাসহ অনেকে।
এসময় বক্তারা বলেন, প্রাণিসম্পদ বিভাগ নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের কারিগর হিসেবে কাজ করে যাচ্ছে। সরকারের গৃহীত বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়ার ফলে ঠাকুরগাঁওয়ে ক্রমশ দুধের উৎপাদন বৃদ্ধি পেয়ে দুগ্ধ উদ্বৃত্ত জেলায় পরিণত হয়েছে। তাই আদর্শ খাদ্য হিসাবে প্রতিটি মানুষকে নিয়মিত দুধ পান করাসহ দুগ্ধজাত পণ্য গ্রহণের আহ্বান তাদের।

 


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.