• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে বিজয় ও সাংস্কৃতিক মেলা উপলক্ষে মতবিনিময় সভা

সাংবাদিকের নাম / ২৩৮ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে ঠাকুরগাঁওয়ে বিজয় ও সাংস্কৃতিক মেলা ২০১৯ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী সংগঠন ‘কর্নেট সাংস্কৃতিক সংসদের’ আয়োজনে সংগঠনটির আমাসাদের বাজারের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

বিজয় মেলা উদযাপন কমিটির আহবায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মনতোষ কুমার দে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্নেট সাংস্কৃতিক সংসদের সভাপতি সৈয়দ নুর হোসেন বাবলু , সাবেক উপজেলা চেয়ারম্যান শামিম ফেরদৌস টগর , মেলা উদযাপন কমিটির সদস্য সচীব সাইফুল ইসলাম প্রবাল প্রমুখ।

উল্লেখ্য, কর্নেট সাংস্কৃতিক সংসদ ২০১২ সাল হতে নিয়মিতভাবে এ মেলার আয়োজন করে আসছে। এ বছর ১৬ দিন ব্যপি আয়োজিত মেলায় ৫০ টি সাংকৃতিক অনুষ্ঠান সফল ভাবে উদ্যাপন করতে যাচ্ছে তারা। বর্তমানে সংগঠনটি অতিত সাংস্কৃতিক ব্যক্তি দের জীবনী সংগ্রহ করে সাংস্কৃতিক মিউজিয়াম তৈরির কাজ করছে।


এধরনের আরও সংবাদ