• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে বিজিবি শীতকালীন মহড়া

সাংবাদিকের নাম / ১১৯ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও জেলায় বিজিবির শীতকালীন মহড়া পরিদর্শন করেছেন রংপুর রিজিয়ন কমান্ডার জেনারেল বিএম নওরোজ এহসান। আজ বুধবার (০৪ জানুয়ারি) সকালে জেলার পীরগঞ্জ উপজেলার বড়গাঁও বেশ কয়েকটি এলাকায় বিজিবি সদস্যদের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেন। পরিদর্শনকালে রিজিয়ন কমান্ডার, রংপুর রিজিয়ন শীতকালীন প্রশিক্ষনে অংশগ্রহণকারী বিজিবি সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। এসময় বিজিবি কর্মকর্তারা বলেন, পেশাগত দক্ষতার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতকালীন প্রশিক্ষণের মাধ্যমে বিজিবি সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন অভিযানিক,প্রশাসনিক, সংগঠনিক সমন্বয়ে নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন তারা। শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন শেষে রিজিয়ন কমান্ডার, রংপুর রিজিয়ন বিজিবির জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে জেলার রাণীশংকৈল উপজেলার গোগর ঈদগাহ দারুস সুন্নাহ কাউমি মাদ্রাসা ও এতিমখানা মাঠে ঠাকুরগাঁও ৫০ বিজিবির ব্যবস্থাপনায় পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার ৩ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সেক্টর কমান্ডার কর্নেল মোঃ সোহরাব হোসেন, ঠাকুরগাঁও জেলার ৫০ বিজিবির পরিচালক লেঃ কর্নেল জাহিদ পারভেজসহ উর্ধতন কর্মকর্তা। বিজিবি কর্তৃপক্ষ আরো জানান, বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক অসহায় দুঃস্থদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এ ধারাবাহিকতায় রংপুর রিজিয়ন এরইমধ্য ১৬৯৮ জনের মাঝে বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিতরণ করেছে।


এধরনের আরও সংবাদ