• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে বিএনসিসি’র লিফলেট ও মাস্ক বিতরণ

সাংবাদিকের নাম / ৫৫ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট ও করোনা মোকাবেলা মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি ঠাকুরগাঁও জেলা ইউনিট।
আজ রোববার দুপুরে মহাস্থান রেজিমেন্ট এর ব্যবস্থপনায় আনুষ্ঠানিকভাবে সেচ্ছাসেবী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধাণ প্রধাণ সড়ক প্রদক্ষিন করে। এসময় পথচারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সচেতনমুলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। এর আগে স্কুল মাঠে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনসিসি ঢাকা রমনা রেজিমেন্টের মেজর সোমেন কান্তি বড়–য়া, ঠাকুরগাঁও সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ, অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।
লিফলেট ও মাস্ক বিতরনে বিভিন্ন স্কুল ও কলেজের ক্যাডেট ও সামরিক প্রশিক্ষনার্থীরা অংশ নেন।


এধরনের আরও সংবাদ