• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিবের পক্ষে কর্মহীনদের ত্রান বিতরণ

সাংবাদিকের নাম / ৫৪ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১০ মে, ২০২০

নিউজ ডেস্কঃ করোনা সংকট মোকাবেলায় কর্মহীন অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তাঁর পক্ষে গত ২ মে হতে সপ্তাহ ব্যাপী ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে সদরের ২১টি ইউনিয়নের মধ্যে ১৮টিতে ইতোমধ্যে ত্রাণ বিতরন সম্পন্ন করেছে সদর উপজেলা বিএনপি।
তারই অংশ হিসেবে রবিবার সকালে সদর উপজেলার বেগুনবাড়ি, নারগুন, জামালপুর ও আউলিয়াপুর ইউনিয়নের ৮শ পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন বিএনপির নেতারা।
এসময় করোনা সংক্রমন রোধে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান তারা পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন জেলা বিএনপির নেতারা।
এসময়ে জেলা বিএনপির সহ সভাপতি পয়গাম আলী,কোষাধক্ষ শরিফুল ইসলাম শরীফ সদর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল, সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতারা ত্রাণ বিতরণে সহায়তা করেন।


এধরনের আরও সংবাদ