• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

ঠাকুরগাঁওয়ে বাড়িতে আগুন-জমি বিরোধের জের আহত-৭

সাংবাদিকের নাম / ৩৬ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে বসতভিটার জমি দখল নিতে বাড়ীতে আগুন দিয়ে বাড়ী ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এদিকে নিজের বাড়ীর আগুন নেভানোর সময় প্রতিপক্ষের লোকজনের বাধা ও মারপিটে গুরুতর আহত হয়েছেন নারীরসহ ৫ জন। আহতরা বর্তমানে জেলার বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের মাছখুড়িয়া গ্রামের এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রæত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌছানোর পূর্বেই তিনটি বাড়ী আগুনে পুড়ে ভুস্মিভুত হয়ে প্রায় দুই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।
আহতরা হলেন, ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আব্দুল জব্বার (২৭), তার ভাই দেলোয়ার হোসেন (২৫) ও দুই জনের বাবা আব্দুর রহিম (৫৫), বোন ফাতেমা আক্তার (১৮) এবং আব্দুর রহিমের স্ত্রী তাজমীন আক্তার (৪৮)।
জমির মালিক আব্দুল জব্বার অভিযোগ করে বলেন, বসতভিটার জমির জেরে একই এলাকার ইসলাম উদ্দীনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি মীমাংসা করলেও আজ সকালে আমার পরিবারকে উচ্ছেদ করতে আসে প্রতিপক্ষের লোকজন। বাড়ীতে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিলে আমরা সকলে আগুন নেভানোর চেষ্টা করি। এ সময় ইসলাম উদ্দীন, তার ভাই দবিরুল ইসলাম ভাতিজা সাদেকুল ইসলাম প্রায় ২০/২৫ জনের একটি দল আমাদেরকে বাধা দিলে সংঘর্ষ বাধে। এতে পরিবারে ৫ জন আহত হয়।
প্রতিপক্ষ ইসলাম উদ্দীনের লোকজনের দাবি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ। মঙ্গলবার আমরা জব্বারের অবৈধ বেড়া ভাঙ্গতে গেলে সংঘর্ষ বাধে। এতে আমাদের ২ জন আহত হয়। তার বাড়ীতে কেউ আগুন দিতে যায়নি। নিজে আগুন দিয়েই আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে।
বালিয়াডাঙ্গী উপজেলার ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা জানান, মোবাইলে খবর পেয়ে আগুন নিভাতে ঘটনাস্থলে গিয়েছিলেন তারা। বাড়ীতে ইসলাম উদ্দীনের লোকজন আগুন দিয়েছে বলে অভিযোগ করেছে জব্বারের লোকজন। আগুনে বাড়ীটির এক লাখ বিশ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল জানান, জমি নিয়ে বিরোধে কেউ কারো বাড়ীতে আগুন দিবে, এটি মোটেও কাম্য নয়। বিষয়টি পুলিশকে বলা হয়েছে তদন্ত করে দেখার জন্য।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ হাবিবুল হক প্রধান জানান, ঘটনার বিষয়ে শুনেছি। দুপক্ষের কেউ বিকাল পর্যন্ত কোন অভিযোগ থানায় দেয়নি। অভিযোগ পেলে পুলিশ ঘটনা তদন্ত করবে।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.