• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং

সাংবাদিকের নাম / ৫৩ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২০

নিউজ ডেস্কঃ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যে দাম স্থিতিশীল রাখতে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। আজ শনিবার জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম ও জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর নেতৃত্বে বাজার মনিটরিং টিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাজার অনুসন্ধান কর্মকর্তা, ব্যবসায়ী কল্যাণ সোসাইটির দপ্তর সম্পাদক ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের উপস্থিতিতে জেলা বিভিন্ন হাটবাজারে তদারকী জোরদার করা হয়। এসময় সদর উপজেলার খোঁচাবাড়ী হাট ও সত্যপীর বাজারে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যের খুচরা ও পাইকারি দোকান পরিদর্শন করেন কর্মকর্তাগন । এ সময় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে জরিমানা করা হয়। সেই সাথে ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি না করতে নির্দেশ দেয়া হয়। এ বিষয়ে জেলা প্রশাসক জানান এ সময়ে জিনিসপত্র সংকট দেখিয়ে কোন ব্যবসায়ী যদি দাম বেশি নেয় তাহলে তাদের বিরুদ্ধে জরিমানাসহ শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করা হবে ।


এধরনের আরও সংবাদ