• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর দেয়া টাকা আত্মসাত- ঈমামের জেল

সাংবাদিকের নাম / ৫৪ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে মসজিদে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগে জয়নাল আবেদীন মন্ডল নামে এক ইমামকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় প্রদান করেন।
অভিযুক্ত জয়নাল আবেদিন সদর উপজেলার শুখানপুখুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের তোয়াজ শেখ এর ছেলে। সে ওই ইউনিয়নের ব্যাংরোল বুঝারীপাড়া জামে মসজিদে ইমামতি করতেন।
পুলিশ জানায়, ঈদের আগে প্রধানমন্ত্রীর তহবিলের বরাদ্দকৃত অর্থ ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জেলার সকল মসজিদের টাকা বিতরণ করেন প্রশাসন। এর মধ্যে সদর উপজেলার শুখানপুখুরী ইউনিয়নের ৪৮টি মসজিদের নামের তালিকা দেয় ইসলামিক ফাউন্ডেশনের ইউনিয়ন টিম লিডার জয়নাল আবেদিন। ঈদের আগে সব মসজিদের টাকা প্রশাসন টাকা পরিশোধ করলেও টিম লিডার ওই ইউনিয়নের ৬টি মসজিদের টাকা প্রদান করেননি বলে অভিযোগ করেন ইউপি সদস্য আমজাদ আলী। এছাড়া ওই এলাকার লাউথুতি গাইজলখা পাড়া জামে মসজিদ, সারোডুবি মুন্সিপাড়া জামে মসজিদ ও সারোডুবি মাষ্টারপাড়া মসজিদ কমিটি ও ইমামরা পুরো ৫ হাজার করে টাকা না পাওয়ারও অভিযোগ করেন। ৫ হাজার টাকার পরিবর্তে ২৫শ টাকা প্রদান করে টিম লিডার জয়নাল আবেদীন। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রমাণ পাওয়ায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারদন্ড প্রদান করা হয়। সেই সাথে আত্মসাতের টাকা ফেরত দেয়ার নির্দেশ দেন।
এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন জানান, ৩ টি মসজিদকে ২৫-৩৫ শ করে দিবে আজ প্রদান করা হবে এমন খবর পেয়ে তৎক্ষনিকভাবে পুলিশ ফোর্সসহ সেখানে উপস্থিত হয়ে তাকে আটক করা হয়। এ সময় আরো ৩টি মসজিদের ইমাম অভিযোগ করে তাদেরকেও ২৫-৩৫শ টাকা প্রদান করেন জয়নাল আবেদিন। ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসারকে ভুয়া ৩ জন ইমাম দেখিয়ে টাকা উত্তোলন করেছেন তিনি। যার প্রমান মিলেছে। সে কারনে তাকে ৬ মাসের জেল দেয়াসহ আত্মসাতের টাকা ফেরত দিতে নির্দেশনা প্রদান করা হয়েছে।


এধরনের আরও সংবাদ