• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি স্থান থেকে নারী পুরুষের লাশ উদ্ধার

সাংবাদিকের নাম / ৭৮ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের পৃথক দুটি স্থান থেকে নারী পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, আজ শক্রবার বিকেলে হরিপুর উপজেলার ডাবরী সীমান্তের নাগর নদীর পারে এক ব্যক্তির লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা। এসময় পুলিশে খবর দেয় তারাে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনার সত্যতা স্বীকার করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ। অপরদিকে সন্ধ্যার পর সদর উপজেলার পরিত্যাক্ত বিমানবন্দর এলাকার ভাউলারহাট রাস্তায় এক অজ্ঞাত নারীর লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সদর থানা পুলিশ।
এ বিষয়ে হরিপুর থানার অফিসার ইনচার্জ এস এম আরঙ্গজেব জানান, সীমান্ত এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।


এধরনের আরও সংবাদ