• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

সাংবাদিকের নাম / ৫৮ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২০ মে, ২০২০

নিউজ ডেস্কঃ নিখোঁজের একদিন পর পুকুরের পানি থেকে জহিরুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে জেলার হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের ফালডাঙ্গী এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ নিহতের স্বজনদের বরাদ দিয়ে জানান, পরিবারের দাবি গতকাল নিখোঁজ হয় জহিরুল। কিন্তু এ বিষয়ে থানায় কোন জিডি করা হয়নি। তবে নিখোঁজের একদিন পর নিহতের লাশ ওই পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত জহিরুল ইসলাম একই ইউনিয়নের দস্তমপুর গ্রামের মতিউর রহমান এর ছেলে।
এ বিষয়ে হরিপুর থানার ওসি আমিরুজ্জামান জানান, পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এটি হত্যা নাকি আত্মহত্যা।


এধরনের আরও সংবাদ