• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে পুকুরে নিখোঁজের ২৩ ঘন্টা যুবকের মরদেহ উদ্ধার

সাংবাদিকের নাম / ৫২ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গরুকে পানি খাওয়াতে গিয়ে পুকুরে নিখোঁজ হওয়া যুবকের ২৩ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেছে রংপুর ডুবুরি দল।
শনিবার সকাল সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের হাউদা গ্রামে এ ঘটনা। এর আগে শুক্রবার জুম্মার নামাজের পর বাড়ীর পার্শ্বে একটি পুকুরে গরুকে পানি খাওয়াতে গিয়ে ওই এলাকার ফারুক হোসেনের ছেলে আইনুল হক (৩০) নিখোঁজ হয়।
স্থানীয় এলাকাবাসি ও ফায়ার সার্ভিস ও বালিয়াডাঙ্গী থানা পুলিশ সন্ধ্যায় খবর পেয়ে তাকে উদ্ধার করতে না পেরে রংপুরের ডুবুরিদের খবর। পরে আজ সকালে ডুবুরিরা ঘটনাস্থলে পৌছে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আইনুলকে উদ্ধার করে।

বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন, পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজে সহযোগিতা করছে।

বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, গরুকে পানি ও গোসল করাতে গিয়ে নিখোঁজ হয় আইনুল। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পুলিশের প্রয়োজনীয় কার্যাদি শেষে মরদেহ দাফন করার ব্যবস্থা করা হবে।


এধরনের আরও সংবাদ