• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস

সাংবাদিকের নাম / ১১৮ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১২ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার। “আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়। রেলিটি শহরে প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালে মেডিকেল অফিসার রকিবুল আলম ও নাঈম মোহাম্মদ মিনহাজ কৌশিক,জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল হান্নান, বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাকসুদা খাতুন ও সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ স্বাস্থ্য সেবিরা উপস্থিত ছিলেন।পরে সেখানে ফ্লোরেন্স নাইটেঙ্গেল এর জন্মদিন সফল করার লক্ষ্যে এবং আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা।
সব শেষ গুরুত্বপূর্ণ আলোচনা মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন তারা। এছাড়া সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের স্বাস্থ্য সেবিরাও দিবসটি উদযাপন করেছেন।


এধরনের আরও সংবাদ