• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে পালিত হচ্ছে পাক হানাদার মুক্ত দিবস

সাংবাদিকের নাম / ২৪৩ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্কঃ নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে পালিত হচ্ছে পাক হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় মুক্তিযোদ্ধা সংসদ ও উদীচী শিল্প গোষ্ঠির আয়োজনে শহরের পাবলিক ক্লাব মাঠে জাতীয় ও সংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির শুভ সুচনা হয়। মুক্তিযুদ্ধের সংগঠক মোঃ আকবর আলী উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এছাড়া
আলোচনা সভা, শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। এছাড়া রয়েছে সন্ধ্যায় ফানুস ওড়ানো ও আতশবাজি এবং ও উপমহাদেশের প্রখ্যাত লোকসংগীত।
অনুষ্ঠানে কলকাতার লালন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি শুভেন্দু মাইতি, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, ভারপ্রাপ্ত জেলা কমান্ডার বদরুদ্দোজা বদর, উদীচী শিল্প গোষ্ঠি জেলা শাখার সভাপতি সেতারা বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।


এধরনের আরও সংবাদ