• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে পশুর মাথা-মুখ-চোখ আটটি দেখতে উৎসুক জনতার ভিড়

সাংবাদিকের নাম / ৫৫ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে সদ্য জন্ম নেয়া গবাদি পশুর মাথা-মুখ ও চোঁখ আটটি। তা দেখতে উৎসুক জনতার ভিড়। আজ শুক্রবার সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোপলা গ্রামের মোঃ শহিদুল ইসলামের বাসায় পালিত গাভি এমন বিরল বাছুর জন্ম দেয়। সদ্য জন্ম দেয়া গরুর বাছুরটি ২ টি মাথা, ২ টি মুখ ও ৪ টি চোঁখ রয়েছে।
বিরল এই বাছুর জন্ম নেয়ার খবরে এলাকা জুড়ে হই চই পড়ে যায়। বাছুরটিকে দেখতে বিভিন্নস্থান থেকে ছুটে আসে উৎসুক জনতা। এ বিষয়ে সহিদুল ইসলাম জানান, দীর্ঘ দিন ধরে গাভিটি লালন পালন করে আসছি। কিন্তু এই ধরণের ঘটনা এই প্রথম। এর আগেও গাভিটি বাচ্চা দিয়েছে তবে এমন নয়।
তিনি আরো বলেন, গাভিটি বাচ্চাটি প্রসবে কস্ট হলেও গাভী বেচে যায়। কিছুক্ষন পর মারা যায় বিরল বাছুরটি।
এ বিষয়ে বেগুনবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বনি আমিন জানান, আমি বিষয়টি শুনেছি। মানুষ এ ধরনের ঘটনা জানতে বা দেখতে উৎসাহ হয়। তাই গাভির মালিকের বাসায় ছুটছে অনেকে।


এধরনের আরও সংবাদ