• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে নৌকার নির্বাচনী ক্যাম্প পুড়ানোর ঘটনায় মামলা ১১ জনের নাম উল্লেখ

সাংবাদিকের নাম / ৫১ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে নৌকার নির্বাচনী ক্যাম্প পুড়ানোর ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সদর পৌরসভার ৮নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নরেন্দ্র নাথ বাদি হয়ে সদর থানায় মামলা করেন।
পুলিশ জানায়, গত সোমবার মধ্যরাতে জেলা শহরের আর্টগ্যালারি এলাাকায় নৌকার প্রার্থী আঞ্জুমান আরা বন্যার নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে ভিত্তিতে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, আগামী ১৪ ফেব্রয়ারি পৌর নির্বাচনকে কেন্দ্র করে আ’লীগ প্রার্থীর ক্যাম্প পুড়ানোর ঘটনা ঘটেছে। আমরা অভিযোগ পেয়েছি অভিযোগে ভিত্তিতে আসামীদের দ্রুতই গ্রেফতার করা হবে। কারন পৌর নির্বাচন শান্তিপুর্নভাবে অনুষ্ঠিত হতে বিশৃংখলা হলে সন্ত্রাসীরাদের ছাড় দেয়া হবে না।


এধরনের আরও সংবাদ