• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সাংবাদিকের নাম / ১১০ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার ( ৯ জানুয়ারী) বিকেলে নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের রুহুল আমিন, আজমাইন নিশান ও আসাদ চৌধুরীর অর্থায়নে জেলা সদরের গড়েয়া গোপালপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে দরিদ্রদের মাঝে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের সময় ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমিনুর রহমান, বিশিষ্ট সমাজসেবক জাকিউর রহমান, কসরুল ইসলাম, আশরাফুল ইসলাম, এরশাদুল লাবু, মাসুদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় তারা জানান নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের হয়ে রুহুল আমিন, আজমাইন নিশান, আসাদ চৌধুরীর পক্ষ বরাবরের মতো এবারো শীতবস্ত্র বিতরণ করা হলো। এর আগেও সংগঠনটির পক্ষ থেকে করোনাকালীন সময়ে গরীব ও অসহায় মানুষের মাঝে চাল, ডাল, তেল, চিনি, সাবান, পাঞ্জাবি, লুঙ্গি, শাড়ি, ঈদ উপহার সহ অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য বই, খাতা, কলম ও নগদ অর্থ প্রদান চলমান থাকবে জানান তারা।


এধরনের আরও সংবাদ