• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

সাংবাদিকের নাম / ৪৭ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে একযোগে জেলার বেশ কয়েকটি ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশের আয়োজন করা হয়।
সকালে সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদ হল নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় সংশ্লিস্ট ইউনিয়নের নারী পুরুষ এতে অংশ নেয়। সমাবেশে বক্তারা বলেন, নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে সকলকে সচেতন থাকতে হবে। এ ধরনের কোন ঘটনা ঘটলে প্রশাসনকে অবগতি করতে হবে। সবাই সম্মিলিতভাবে কাজ করলে তা প্রতিরোধ করা সম্ভব বলে মনে করে অতিথিরা।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আকচা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, বিট ইনচার্জ ভুষন চন্দ্র বর্মনসহ অনেকে।


এধরনের আরও সংবাদ