• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে নারীকে উক্তত্য করায় যুবকের কারাদন্ড

সাংবাদিকের নাম / ৫৪ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে এক নারীকে উক্তত্য করায় মাহফুজার রহমান নামে যুবকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ শুক্রবার সকালে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও এলাকায় এক নারীকে তার বাসার দরজায় কড়া নেড়ে জোরপূর্বক ইভটিজিং করার অভিযোগে এ রায় প্রদান করা হয়।
পুলিশ জানায়, নারীকে উক্তত্য করা একই এলাকার মৃত আজগর আলী ছেলে মোঃ মাহফুজার রহমান (২৯) কে স্থানীয় এলাকাবাসি আটক করে। এ সময় ইউপি সদস্য বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে সদর থানার পুলিশ ফোর্সসহ সেখানে উপস্থিত হয় ভ্রাম্যমান আদালতের একটি টিম।
পরে জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা উদঘাটিত হলে তাকে তিনি ইভটিজিংয়ের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, মাহফুজার রহমান দীর্ঘ দিন ধরে ওই নারীকে বিভিন্নভাবে তার অনিচ্ছা সত্ত্বেও প্রেম নিবেদন করে আসছে। আজ তার প্রস্তাব প্রত্যাক্ষান করে স্থানীয় এলাকাবাসির সহয়তা চায়। তারই প্রেক্ষিতে তাকে কারাদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


এধরনের আরও সংবাদ