• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ধর্মীয় প্রতিষ্ঠানে প্রায় আড়াই লাখ টাকা দিলেন এমপি-দবিরুল

সাংবাদিকের নাম / ৫৪ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে ধর্মীয় প্রতিষ্ঠানে প্রায় আড়াই লাখ টাকা অনুদান দিলেন দুই আসনের এমপি- আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম। তিনি বৃহস্পতিবার দুপুরে নিজ বাসভবনের কার্যালয় থেকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। এসময় জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজনসহ উপজেলা আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চিক বিতরনের সময় এমপি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা প্রতিটি ক্ষেত্রেই অগ্রাধিকার দিয়ে যাচ্ছি। তারই অংশ হিসেবে বালিয়াডাঙ্গী উপজেলার ১০টি মসজিদ ও ২টি মন্দিরে ২ লক্ষ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিটি দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি। আমরা চাই আপনারা এ সরকারের পাশে থাকবেন। তাহলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।


এধরনের আরও সংবাদ