• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে দোকান বরাদ্দের অভিযোগ তদন্তে সংবাদ সম্মেলন

সাংবাদিকের নাম / ৫৪ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৩০ জুন, ২০২১

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে সরকারি দোকান বরাদ্দ নিয়ে সরকার দলীয় নেতার বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ উঠার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে জেলা শহরের ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সদর উপজেলার বালিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান।
সংবাদ সম্মেলনে বালিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, দেশের বিভিন্ন গণমাধ্যমে সদর উপজেলার ভুল্লী বাজারে দোকান বরাদ্দ নিয়ে অর্থ লেনেদেনের অভিযোগ উঠে সরকার দলীয় নেতার বিরুদ্ধে। কোন ব্যক্তির কারনে দলের ভাবমুর্তি ক্ষুন্ন হোক আমি ইউনিয়ন আ’লীগের সভাপতি হিসেবে এর দায়ভার নিবো না। যেহেতু ভুল্লি বাজারে সরকারি দোকান বরাদ্দে অর্থ লেনদেনসহ অনিয়মের অভিযোগ উঠেছে। আমি চাই এ বিষয়ে জেলা আ’লীগের নীতি নির্ধারকগন বিষয়টি গুরুত্ব দিবেন। সেই সাথে জেলা প্রশাসনসহ সংশ্লিস্ট দপ্তরের কর্মকর্তাগণ ও সহকারি ভুমি কমিশনারের সমন্বয়ে একটি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তা খয়িতে দেখে ব্যবস্থা নিবেন।
তদন্ত সাপেক্ষে যদি দলের কোন নেতা দোষী প্রমাণিত হয় তার বিরুদ্ধের সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়ার জোর দাবি করেন ইউনিয়ন আ’লীগের এই সভাপতি।

 


এধরনের আরও সংবাদ